শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৭৬
রূকুতে ’তাতবীক’ তথা দুই হাত একত্রে মিলিয়ে উরুর মাঝে চেপে ধরা প্রসঙ্গে
১৩৭৬। রবী’ আল-জীযী (রঃ) ….আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, লোকেরা রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট প্রশস্ততার (সংকীর্ণতা থেকে মুক্তির) জন্য অভিযোগ করলো। তিনি বললেনঃ এই ক্ষেত্রে তোমরা হাঁটুর সাহায্য গ্রহণ করো।
বিশ্লেষণঃ
বস্তুত এই সমস্ত রিওয়ায়াত প্রথমোক্ত হাদীসের পরিপহ্নী । তাছাড়া সেটা অপেক্ষা এগেুলোতে ’তওয়াতুর’ অধিক।
তাই আমরা লক্ষ্য করতে প্রয়াস পাব যে, এই সমস্ত রিওয়ায়াতের কোনটিতে দুই বিষয়ের কোন একটির রহিত হওয়ার প্রমাণ আছে কিনা? আমরা লক্ষ্য করছিঃ
বিশ্লেষণঃ
বস্তুত এই সমস্ত রিওয়ায়াত প্রথমোক্ত হাদীসের পরিপহ্নী । তাছাড়া সেটা অপেক্ষা এগেুলোতে ’তওয়াতুর’ অধিক।
তাই আমরা লক্ষ্য করতে প্রয়াস পাব যে, এই সমস্ত রিওয়ায়াতের কোনটিতে দুই বিষয়ের কোন একটির রহিত হওয়ার প্রমাণ আছে কিনা? আমরা লক্ষ্য করছিঃ
1376 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا أَبُو زُرْعَةَ، قَالَ: أنا حَيْوَةُ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَجْلَانَ، يُحَدِّثُ مَنْ سُمِّيَ , عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ قَالَ: اشْتَكَى النَّاسُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّفَرُّجَ فِي الصَّلَاةِ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَعِينُوا بِالرُّكَبِ» فَكَانَتْ هَذِهِ الْآثَارُ مُعَارِضَةً لِلْآثَرِ الْأَوَّلِ , وَمَعَهَا مِنَ التَّوَاتُرِ مَا لَيْسَ مَعَهُ فَأَرَدْنَا أَنْ نَنْظُرَ هَلْ فِي شَيْءٍ مِنْ هَذِهِ الْآثَارِ , مَا يَدُلُّ عَلَى نَسْخِ أَحَدِ الْأَمْرَيْنِ بِصَاحِبِهِ. فَاعْتَبَرْنَا ذَلِكَ
