শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৭৬
রূকুতে ’তাতবীক’ তথা দুই হাত একত্রে মিলিয়ে উরুর মাঝে চেপে ধরা প্রসঙ্গে
১৩৭৬। রবী’ আল-জীযী (রঃ) ….আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, লোকেরা রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট প্রশস্ততার (সংকীর্ণতা থেকে মুক্তির) জন্য অভিযোগ করলো। তিনি বললেনঃ এই ক্ষেত্রে তোমরা হাঁটুর সাহায্য গ্রহণ করো।

বিশ্লেষণঃ
বস্তুত এই সমস্ত রিওয়ায়াত প্রথমোক্ত হাদীসের পরিপহ্নী । তাছাড়া সেটা অপেক্ষা এগেুলোতে ’তওয়াতুর’ অধিক।
তাই আমরা লক্ষ্য করতে প্রয়াস পাব যে, এই সমস্ত ‍রিওয়ায়াতের কোনটিতে দুই বিষয়ের কোন একটির রহিত হওয়ার প্রমাণ আছে কিনা? আমরা লক্ষ্য করছিঃ
1376 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا أَبُو زُرْعَةَ، قَالَ: أنا حَيْوَةُ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَجْلَانَ، يُحَدِّثُ مَنْ سُمِّيَ , عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ قَالَ: اشْتَكَى النَّاسُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّفَرُّجَ فِي الصَّلَاةِ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَعِينُوا بِالرُّكَبِ» فَكَانَتْ هَذِهِ الْآثَارُ مُعَارِضَةً لِلْآثَرِ الْأَوَّلِ , وَمَعَهَا مِنَ التَّوَاتُرِ مَا لَيْسَ مَعَهُ فَأَرَدْنَا أَنْ نَنْظُرَ هَلْ فِي شَيْءٍ مِنْ هَذِهِ الْآثَارِ , مَا يَدُلُّ عَلَى نَسْخِ أَحَدِ الْأَمْرَيْنِ بِصَاحِبِهِ. فَاعْتَبَرْنَا ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৭৬ | মুসলিম বাংলা