শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৬৮
আন্তর্জাতিক নং: ১৩৬৯
২১-রূকুতে ’তাতবীক’ তথা দুই হাত একত্রে মিলিয়ে উরুর মাঝে চেপে ধরা প্রসঙ্গে
১৩৬৮-১৩৬৯। আলী ইব্ন শায়বা (রঃ) …….আলকামা (রঃ) ও আসওয়াদ (রঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা উভয়ে একবার আব্দুল্লাহ্ (ইব্ন মাসউদ রাঃ)-এর নিকট গেলেন। তিনি বললেন, তোমাদের পিছনের লোকজন সালাত আদায় করেছে? তাঁরা বললেন, হ্যাঁ! তখন তিনি তাঁদের উভয়ের মাঝে দাঁড়ালেন এবং তাঁদের একজন কে তাঁর ডানে অপরজনকে তাঁর বামে দাঁড় করালেন। রাবী দুইজন বললেন আমরা রূকু করলাম এবং হাতকে হাঁটুতে রাখলাম। তিনি আমাদের হাতরে উপর মেরে ’তাতবীক’ বললেন । তিনি দুই হাতকে উরুর মাঝে চেপে ধরলেন। সালাত শেষে বললেনঃ নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুরুপ করেছেন।

আলী (রঃ) আলকামা (রঃ) ও আসওয়াদ (রঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা উভয়ে আব্দুল্লাহ্ (রাঃ)-এর সঙ্গে ছিলেন। তারপর তিনি অনুরুপ রিওয়ায়াত করেছেন।
بَابُ التَّطْبِيقِ فِي الرُّكُوعِ
1368 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُوسَى، قَالَ: أنا إِسْرَائِيلُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ " أَنَّهُمَا دَخَلَا عَلَى عَبْدِ اللهِ فَقَالَ: أَصَلَّى هَؤُلَاءِ خَلْفَكُمْ؟ فَقَالَا: نَعَمْ فَقَامَ بَيْنَهُمَا وَجَعَلَ أَحَدَهُمَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ , ثُمَّ رَكَعْنَا فَوَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا , فَضَرَبَ أَيْدِيَنَا فَطَبَّقَ ثُمَّ طَبَّقَ بِيَدَيْهِ , فَجَعَلَهُمَا بَيْنَ فَخِذَيْهِ فَلَمَّا صَلَّى قَالَ: هَكَذَا فَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "

1369 - حَدَّثَنَا عَلِيٌّ , قَالَ: ثنا عُبَيْدِ اللهِ , قَالَ: ثنا إِسْرَائِيلُ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ , عَنْ عَلْقَمَةَ , وَالْأَسْوَدِ أَنَّهُمَا كَانَا مَعَ عَبْدِ اللهِ , ثُمَّ ذَكَرَ نَحْوَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৬৮ | মুসলিম বাংলা