শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৬৪
রুকু, সিজদা ও রুকুর থেকে উঠার সময় হাত উঠাতে হয় কিনা।
১৩৬৪। ইব্ন আবী দাউদ (রঃ)........ইবরাহীম (রঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আব্দুল্লাহ্ (রাঃ) সালাতের শুরু ব্যতীত আর কোথাও হাত তুলতেন না।
উমার ইব্ন খাত্তাব (রাঃ) থেকেও অনুরুপ বর্ণিত আছেঃ
উমার ইব্ন খাত্তাব (রাঃ) থেকেও অনুরুপ বর্ণিত আছেঃ
1364 - كَمَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ , قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ , عَنْ حُصَيْنٍ , عَنْ إِبْرَاهِيمَ , قَالَ: كَانَ عَبْدُ اللهِ لَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنَ الصَّلَاةِ إِلَّا فِي الِافْتِتَاحِ " وَقَدْ رُوِيَ مِثْلُ ذَلِكَ أَيْضًا عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ
