আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯২৩
২৫৮৩. আল্লাহর বাণীঃ قم فأنذر "উঠ, সতর্কবাণী প্রচার কর" (৭৪ঃ ২)
৪৫৬২। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, আমি হেরা গুহায় ইতিকাফ করেছিলাম। উসমান ইবনে উমর, আলী ইবনে মুবারক (রাহঃ) থেকে যে হাদীস বর্ণনা করেছেন তিনিও অনুরূপ হাদীসটি বর্ণনা করেছেন।
