আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯২৪
২৫৮৪. আল্লাহর বাণীঃ وربك فكبر "এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর (৭৪ঃ ৩)
৪৫৬৩। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... ইয়াহয়া (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবু সালামা (রাহঃ) কে জিজ্ঞাসা করলাম, কুরআনের কোন আয়াতটি প্রথম নাযিল হয়েছিল। তিলি বললেন, يَا أَيُّهَا الْمُدَّثِّرُ প্রথম নাযিল হয়েছিল। আমি বললাম, আমাকে তো বলা হয়েছে, اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ প্রথম নাযিল হয়েছিল। এ কথা শুনে আবু সালামা (রাহঃ) বললেন, কুরআনের কোন আয়াতটি প্রথম নাযিল হয়েছিল এ সম্পর্কে আমি জাবির (রাযিঃ) কে জিজ্ঞাসা করার পর তিনি বলেছেন, يَا أَيُّهَا الْمُدَّثِّرُ প্রথম নাযিল হয়েছে। তখন আমি বললাম, আমাকে তো বলা হয়েছে- اقرأ باسم ربك الذي خلق প্রথমে নাযিল হয়েছিল। তখন তিনি বললেন,
আমাকে রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন, আমি তোমাকে তাই বলছি। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি হেরা গুহায় ইতিকাফ করেছিলাম। ইতিকাফ শেষ হলে আমি সেখান থেকে অবতরণ করে উপত্যকার মাঝে পৌঁছলে আমাকে আওয়াজ দেয়া হলো। আমি তখন সামনে, পিছনে, ডানে ও বামে তাকালাম। দেখলাম, সে (ফিরিশতা) আসমান ও জমিনের মধ্যস্থলে রক্ষিত একটি আসনে বসে আছে। এরপর আমি খাদীজার (রাযিঃ) এর কাছে এসে বললাম, আমাকে বস্ত্রাচ্ছদিত কর এবং আমার শরীরে ঠাণ্ডা পানি ঢাল। তখন আমার প্রতি নাযিল করা হলঃ “হে বস্ত্রাচ্ছদিত! উঠো, সতর্কবাণী প্রচার কর এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর”।
আমাকে রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন, আমি তোমাকে তাই বলছি। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি হেরা গুহায় ইতিকাফ করেছিলাম। ইতিকাফ শেষ হলে আমি সেখান থেকে অবতরণ করে উপত্যকার মাঝে পৌঁছলে আমাকে আওয়াজ দেয়া হলো। আমি তখন সামনে, পিছনে, ডানে ও বামে তাকালাম। দেখলাম, সে (ফিরিশতা) আসমান ও জমিনের মধ্যস্থলে রক্ষিত একটি আসনে বসে আছে। এরপর আমি খাদীজার (রাযিঃ) এর কাছে এসে বললাম, আমাকে বস্ত্রাচ্ছদিত কর এবং আমার শরীরে ঠাণ্ডা পানি ঢাল। তখন আমার প্রতি নাযিল করা হলঃ “হে বস্ত্রাচ্ছদিত! উঠো, সতর্কবাণী প্রচার কর এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর”।
