শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৪১
রুকু, সিজদা ও রুকুর থেকে উঠার সময় হাত উঠাতে হয় কিনা।
১৩৪১। আবু বাকরা (রঃ).... মুহাম্মাদ ইব্ন আমর ইব্ন আতা (রঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি দশজন সাহাবীর উপস্থিততে, যাদের মধ্যে আবু কাতাদা (রাঃ) অন্যতম, আবু হুমায়দ সাঈদী (রাঃ)-কে বলতে শুনেছিঃ আমি নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সালাত সম্পর্কে তোমাদের সকলের অপেক্ষা অধিক অবগত রয়েছি।
তারা বললেনঃ কেন? আল্লাহর কসম! আপনি তো আমাদের অপেক্ষা তাঁর অধিক অনুসরণকারী এবং সাহচর্যের দিক দিয়ে অগ্রগামী নন। তিনি বললেন, হ্যাঁ,! তাঁরা বললেনঃ আচ্ছা উপস্থাপন করুন। তিনি বললেনঃ রসুলল্লাহ্ ( সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন কাঁধ বরাবর হাত উঠাতেন। তারপর তাকবীর বলতেন এবং কিরআত পড়তেন; এরপর তাকবীর বলতেন এবং কাঁধ বরাবর হাত উঠাতেন। তারপর রুকূ করতেন এবং মাথা তোলার সময় "সামিআল্লাহুলিমান হামিদাহ" বলতেন, এরপর কাঁধ বরাবর হাত উঠাতেন; অতঃপর 'আল্লাহু আকবর' বলে (সিজ্দার জন্য) ভূমির দিকে ঝুঁকে পড়তেন; দু'রাক'আতের পরে দাঁড়াবার সময় তাকবীর বলতেন এবং হাতকে কাঁধ বরাবর উঠাতেন। তারপর তাঁর অবশিষ্ট সালাতে অনুরূপ করতেন। রাবী বলেন, এতে (উপস্থিত) সকল সাহাবী বললেনঃ আপনি সত্য বলেছেন, তিনি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরুপভাবে সালাত আদায় করতেন।
1341 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ أَبَا حُمَيْدٍ السَّاعِدِيَّ، فِي عَشَرَةٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَحَدُهُمْ أَبُو قَتَادَةَ قَالَ: قَالَ أَبُو حُمَيْدٍ: أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لِمَ؟ فَوَاللهِ مَا كُنْتَ أَكْثَرَنَا لَهُ تَبِعَةً , وَلَا أَقْدَمَنَا لَهُ صُحْبَةً فَقَالَ: بَلَى , فَقَالُوا: فَاعْرِضْ قَالَ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ , رَفَعَ يَدَيْهِ , حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ , ثُمَّ يُكَبِّرُ , ثُمَّ يَقْرَأُ , ثُمَّ يُكَبِّرُ فَيَرْفَعُ يَدَيْهِ , حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ , ثُمَّ يَرْكَعُ , ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ فَيَقُولُ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ» ثُمَّ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ ثُمَّ يَقُولُ: «اللهُ أَكْبَرُ» يَهْوِي إِلَى الْأَرْضِ , فَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ , وَرَفَعَ يَدَيْهِ , حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ , ثُمَّ صَنَعَ مِثْلَ ذَلِكَ فِي بَقِيَّةِ صَلَاتِهِ. قَالَ: فَقَالُوا جَمِيعًا: صَدَقْتَ , هَكَذَا كَانَ يُصَلِّي "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৪১ | মুসলিম বাংলা