শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৪২
রুকু, সিজদা ও রুকুর থেকে উঠার সময় হাত উঠাতে হয় কিনা।
১৩৪২। ইব্ন মারযূক (রঃ).... আব্বাস ইব্ন সাহল (রঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আবু হুমায়দ (রাঃ), আবু উসায়দ (রাঃ) ও সাহল ইব্ন সা'দ (রাঃ) একত্রিত হলেন এবং তারা রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সালাত নিয়ে আলোচনা করেন। তখন আবু হুমায়দ (রাঃ) বললেনঃ রসুলল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সালাত সম্পর্কে আমি তোমাদের অপেক্ষা অধিক অবগত আছি। রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন দাঁড়াতেন তখন দুই হাত উঠাতেন; এরপর রুকূর জন্য তাকবীর বলার সময় এবং রুকূ থেকে মাথা উঠাবার সময় হাত উঠাতেন।
1342 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلٍ، قَالَ: اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ , وَأَبُو أُسَيْدٍ , وَسَهْلُ بْنُ سَعْدٍ , فَذَكَرُوا صَلَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبُو حُمَيْدٍ: «أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ رَفَعَ يَدَيْهِ , ثُمَّ رَفَعَ يَدَيْهِ حِينَ يُكَبِّرُ لِلرُّكُوعِ , فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ , رَفَعَ يَدَيْهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৪২ | মুসলিম বাংলা