শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৪০
রুকু, সিজদা ও রুকুর থেকে উঠার সময় হাত উঠাতে হয় কিনা।
১৩৪০। ফাহাদ (রঃ).... জাবির (রঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি সালিম ইব্ন আব্দিল্লাহ (রঃ)-কে দেখেছি, তিনি সালাতে তিনবার হাত কাঁধ বরাবর উঠিয়েছেনঃ (১) যখন সালাত শুরু করতেন, (২) রুকূর সময় এবং (৩) রুকূ থেকে মাথা তোলার সময়। জাবির (রঃ) বলেন, আমি এ বিষয় সালিম (রঃ)-কে জিজ্ঞাসা করেছি। সালিম (রঃ) বলেছেন, আমি ইব্ন উমার (রাঃ)-কে অনুরূপ করতে দেখেছি এবং ইব্ন উমার (রাঃ) বলেছেন, আমি রসুলল্লাহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে অনুরূপ করতে দেখেছি।
1340 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدٍ، عَنْ جَابِرٍ، قَالَ: " رَأَيْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللهِ رَفَعَ يَدَيْهِ حِذَاءَ مَنْكِبَيْهِ فِي الصَّلَاةِ ثَلَاثَ مِرَارٍ حِينَ افْتَتَحَ الصَّلَاةَ وَحَيْنَ رَكَعَ , وَحِينَ رَفَعَ رَأْسَهُ قَالَ جَابِرٌ: فَسَأَلْتُ سَالِمًا عَنْ ذَلِكَ فَقَالَ سَالِمٌ: رَأَيْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَفْعَلُ ذَلِكَ وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ ذَلِكَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৪০ | মুসলিম বাংলা