শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৭০
মাগরিবের সালাতে কিরাআত
১২৭০। রবীউল মুয়াযযিন (রাহঃ) ..... জাবির ইবন আব্দিল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা নবী (ﷺ) -এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতাম। তারপর বনু সালিমা গোত্রে আসতাম এবং তীর পতনের স্থান দেখতে পেতাম।
ইমাম তাহাবী (রাহঃ)-এর মন্তব্য
বস্তুত যখন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর মাগরিবের সালাত থেকে অবসর হওয়ার ওয়াক্ত এটা, তখন অসম্ভব যে তিনি তাতে সূরা আ'রাফ বা এর অর্ধেকও তিলাওয়াত করেছেন।
ইমাম তাহাবী (রাহঃ)-এর মন্তব্য
বস্তুত যখন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর মাগরিবের সালাত থেকে অবসর হওয়ার ওয়াক্ত এটা, তখন অসম্ভব যে তিনি তাতে সূরা আ'রাফ বা এর অর্ধেকও তিলাওয়াত করেছেন।
1270 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ ثُمَّ نَأْتِي بَنِي سَلِمَةَ , وَإِنَّا لَنُبْصِرُ مَوَاقِعَ النَّبْلِ» فَلَمَّا كَانَ هَذَا وَقْتَ انْصِرَافِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ صَلَاةِ الْمَغْرِبِ , اسْتَحَالَ أَنْ يَكُونَ ذَلِكَ , وَقَدْ قَرَأَ فِيهَا الْأَعْرَافَ وَلَا نِصْفَهَا
