শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬৯
মাগরিবের সালাতে কিরাআত
১২৬৯। আহমদ ইবন মাসউদ খাইয়াত (রাহঃ) …… যুহরী (রাহঃ) বনু সালামার কতক লোক থেকে বর্ণনা করেন যে, তাঁরা নবী (ﷺ) -এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতেন। তারপর তাঁরা নিজ গৃহাভিমুখে প্রত্যাবর্তন করতেন এবং দুই তৃতীয়াংশ মাইল পর্যন্ত তীর পতনের স্থান দেখতে পেতেন।
1269 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَسْعُودٍ الْخَيَّاطُ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ بَعْضِ بَنِي سَلِمَةَ: «أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ , ثُمَّ يَنْصَرِفُونَ إِلَى أَهْلِهِمْ , وَهُمْ يُبْصِرُونَ مَوْقِعَ النَّبْلِ عَلَى قَدْرِ ثُلُثَيْ مِيلٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৬৯ | মুসলিম বাংলা