শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৭১
আন্তর্জাতিক নং: ১২৭২
মাগরিবের সালাতে কিরাআত
১২৭১-১২৭২। ইবন মারযুক (রাহঃ) .... জাবির ইবন আব্দিল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার মু'আয (রাযিঃ) তাঁর সাথীদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। তাতে তিনি সূরা বাকারা বা সূরা নিসা (পড়তে) শুরু করলেন। জনৈক ব্যক্তি সালাত আদায় করে চলে গেল। এ সংবাদ পেয়ে মু'আয (রাযিঃ) বললেন, সে তো মুনাফিক। সেই ব্যক্তি এ খবর পেয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট এসে সব তাঁকে খুলে বলল। রাসূলুল্লাহ্ বললেন, হে মুআয! তুমি কি ফিৎনায় ফেলছ? তিনি এ কথাটি দুইবার বললেন। বললেন, তুমি যদি سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى এবং وَالشَّمْسِ وَضُحَاهَا তিলাওয়াত করতে (তাহলে উত্তম হত)। কারণ, তেমার পিছনে প্রয়োজনে ব্যস্ত, দুর্বল, বালক ও বৃদ্ধ সকলেই সালাত আদায় করে।
রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ….. জাবির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ….. জাবির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1271 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: صَلَّى مُعَاذٌ بِأَصْحَابِهِ الْمَغْرِبَ , فَافْتَتَحَ سُورَةَ الْبَقَرَةِ أَوِ النِّسَاءِ , فَصَلَّى رَجُلٌ ثُمَّ انْصَرَفَ فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَقَالَ: إِنَّهُ مُنَافِقٌ فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ , فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَاتِنٌ أَنْتَ يَا مُعَاذُ؟» قَالَهَا مَرَّتَيْنِ «لَوْ قَرَأْتَ بِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَالشَّمْسِ وَضُحَاهَا فَإِنَّهُ يُصَلِّي خَلْفَكَ ذُوَالْحَاجَةِ وَالضَّعِيفُ , وَالصَّغِيرُ وَالْكَبِيرُ»
1272 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , نَحْوَهُ
1272 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , نَحْوَهُ
