শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬২
মাগরিবের সালাতে কিরাআত
১২৬২। ফাহাদ (রাহঃ) উম্মুল ফযল বিনতে হারিস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর গৃহে আমাদেরকে নিয়ে এক কাপড়ের দুই প্রান্ত বিপরীত কাঁধে রেখে তাতে আবৃত হয়ে মাগরিবের সালাত আদায় করলেন। তিনি সূরা 'আল-মুরসালাত' তিলাওয়াত করেন। এরপরে তাঁর ওফাত পর্যন্ত তিনি কোন সালাত আদায় করেননি।

পর্যালোচনা
একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং এগুলোর অনুসরণ করেছেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেন, মাগরিবের সালাতে কিসার মুফাস্সাল' (সূরা লাময়াকুন থেকে শেষ পর্যন্ত) ব্যতীত তিলাওয়াত করা সমীচীন নয়। আর তাঁরা বলেছেন, “তিনি সূরা তুর তিলাওয়াত করেছেন” তাঁর এই উক্তির দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সূরার কিছু তিনি তিলাওয়াত করেছেন। আর আভিধানিকভাবে এরূপ ব্যবহার বৈধ। যেমন যখন কোন ব্যক্তি কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করে তখন বলা হয়, “অমুক (ব্যক্তি) কুরআন তিলাওয়াত করছে”। আবার “তিনি সূরা তূর তিলাওয়াত করেছেন” এর দ্বারা এ সম্ভাবনাও রয়েছে যে তিনি পূরা সূরা তূর তিলাওয়াত করেছেন। বস্তুত আমরা এ বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি যে, এরূপ কোন হাদীস বর্ণিত আছে কি-না, যা উক্ত দুই বিশ্লেষণের কোন একটির স্বপক্ষে প্রমাণ বহন করে (আমরা দেখি নিম্নরূপ বর্ণিত আছে )ঃ
1262 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُوسَى بْنُ دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، عَنْ أُمِّ الْفَضْلِ [ص:212] بِنْتِ الْحَارِثِ، قَالَتْ: «صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهِ , الْمَغْرِبَ فِي ثَوْبٍ وَاحِدٍ , مُتَوَشِّحًا بِهِ فَقَرَأَ وَالْمُرْسَلَاتِ مَا صَلَّى بَعْدَهَا صَلَاةً , حَتَّى قُبِضَ» فَزَعَمَ قَوْمٌ أَنَّهُمْ يَأْخُذُونَ بِهَذِهِ الْآثَارِ , وَيُقَلِّدُونَهَا. وَخَالَفَهُمْ آخَرُونَ فِي قَوْلِهِمْ , فَقَالُوا: لَا يَنْبَغِي أَنْ يُقْرَأَ فِي الْمَغْرِبِ إِلَّا بِقِصَارِ الْمُفَصَّلِ. وَقَالُوا قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ يُرِيدُ بِقَوْلِهِ قَرَأَ بِالطُّورِ قَرَأَ بِبَعْضِهَا وَذَلِكَ جَائِزٌ فِي اللُّغَةِ يُقَالُ: هَذَا فُلَانٌ يَقْرَأُ الْقُرْآنَ إِذَا كَانَ يَقْرَأُ شَيْئًا مِنْهُ وَيُحْتَمَلُ قَرَأَ بِالطُّورِ قَرَأَ بِكُلِّهَا. فَنَظَرْنَا فِي ذَلِكَ هَلْ رُوِيَ فِيهِ شَيْءٌ يَدُلُّ عَلَى أَحَدِ التَّأْوِيلَيْنِ؟
فَإِذَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , وَابْنُ أَبِي دَاوُدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৬২ | মুসলিম বাংলা