শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬১
মাগরিবের সালাতে কিরাআত
১২৬১। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) হিশাম (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, মারওয়ান মাগরিবের সালাতে সূরা 'ইয়াসীন' তিলাওয়াত করতেন। হিশামের সন্দেহ রয়েছে যে, যায়দ ইবন সাবিত (রাযিঃ) বা আবু যায়দ আনসারী (রাযিঃ) মারওয়ানকে বললেন, তুমি মাগরিবের সালাত সংক্ষিপ্ত কর কেন? অথচ রাসূলুল্লাহ্ তাতে দীর্ঘতম সূরার অন্যতম 'আ'রাফ' তিলাওয়াত করতেন।
1261 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ مَرْوَانَ، كَانَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِسُورَةِ يس قَالَ عُرْوَةُ: قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ أَوْ أَبُو زَيْدٍ الْأَنْصَارِيُّ:، شَكَّ هِشَامٌ، لِمَرْوَانَ وَقَالَ: «لِمَ تُقَصِّرْ صَلَاةَ الْمَغْرِبِ؟» وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِيهَا بِأَطْوَلِ الطُّولَيَيْنِ الْأَعْرَافِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৬১ | মুসলিম বাংলা