শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৫৯
আন্তর্জাতিক নং: ১২৬০
মাগরিবের সালাতে কিরাআত
১২৫৯-১২৬০। রবী 'ইবন সুলায়মান আল-জীযী (রাহঃ) ….. উরওয়া ইবন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে যায়দ ইব্‌ন সাবিত (রাযিঃ) বলেছেন; তিনি মারওয়ান ইবন হাকামকে বলেছেন, হে আবু আবু আব্দিল মালিক! তুমি মাগরিবের সালাতে সূরা قُلْ هُوَ اللهُ أَحَدٌ এবং অপর ছোট কোন সূরা কি কারণে তিলাওয়াত কর? যায়দ (রাযিঃ) বললেন, আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে মাগরিবের সালাতে অত্যন্ত দীর্ঘতর সূরা অর্থাৎ المص তিলাওয়াত করতে শুনেছি।

রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ….. আবুল আসওয়াদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
1259 - حَدَّثَنَا رَبِيعُ بْنُ سُلَيْمَانَ الْجِيزِيُّ، قَالَ: ثنا أَبُو زُرْعَةَ، قَالَ: أنا حَيْوَةُ، قَالَ: أنا أَبُو الْأَسْوَدِ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، يَقُولُ: أَخْبَرَنِي زَيْدُ بْنُ ثَابِتٍ أَنَّهُ قَالَ لِمَرْوَانَ بْنِ الْحَكَمِ: يَا أَبَا عَبْدِ الْمَلِكِ , مَا يَحْمِلُكَ أَنْ تَقْرَأَ، فِي صَلَاةِ الْمَغْرِبِ بِ قُلْ هُوَ اللهُ أَحَدٌ وَسُورَةٌ أُخْرَى صَغِيرَةٌ قَالَ زَيْدٌ: «فَوَاللهِ لَقَدْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي صَلَاةِ الْمَغْرِبِ بِأَطْوَلِ الطُّوَلِ وَهِيَ المص»

1260 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৫৯ | মুসলিম বাংলা