শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৫১
যুহর ও আসরের কিরাআত
১২৫১। ফাহাদ (রাহঃ)...... খালিদ ইবন উরফুতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি খাব্বাব (রাযিঃ)-কে যুহর ও আসরের সালাতে সূরা ‘যুলযিলাত' তিলাওয়াত করতে শুনেছি।
1251 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا ابْنُ الْأَصْبَهَانِيِّ، قَالَ: أنا شَرِيكٌ، عَنْ زَكَرِيَّا، عَنْ عَبْدِ اللهِ بْنِ خَبَّابٍ، عَنْ خَالِدِ بْنِ عُرْفُطَةَ، قَالَ: «سَمِعْتُ خَبَّابًا، يَقْرَأُ فِي الظُّهْرِ، وَالْعَصْرِ إِذَا زُلْزِلَتْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৫১ | মুসলিম বাংলা