শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৫২
যুহর ও আসরের কিরাআত
১২৫২। আবু বাকরা (রাহঃ) ….. মুহাম্মাদ ইবন ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি হিশাম ইবন ইসমাঈল (রাহঃ)-কে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মিম্বরের কাঁছে বলতে শুনেছি যে, আবুদ্দারদা (রাযিঃ) বলেছেন, তোমরা যুহর ও আসরের সালাতের প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা এবং অন্য যে কোন দুই সূরা আর শেষ দুই রাক'আতে শুধু সূরা ফাতিহা তিলাওয়াত করবে।
1252 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا حَرْبُ بْنُ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ إِسْمَاعِيلَ، عِنْدَ مِنْبَرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ أَبُو الدَّرْدَاءِ: «اقْرَءُوا فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ وَالْعَصْرِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ , وَفِي الْأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৫২ | মুসলিম বাংলা