শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৫০
যুহর ও আসরের কিরাআত
১২৫০। ইয়াযীদ ইবন সিনান (রাহঃ) ..... ইয়াযীদ ইবনুল ফকীর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি জাবির ইবন আব্দিল্লাহ (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা এবং অন্য কোন সূরা আর শেষ দুই রাক'আতে শুধু সূরা ফাতিহা তিলাওয়াত করা হবে। রাবী বলেন, আমরা পরস্পরে আলোচনা করতাম যে, সূরা ফাতিহা এবং তার চাইতে কিছু বেশী আয়াত পড়া ব্যতীত সালাত আদায় হয় না।
1250 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: ثنا مِسْعَرُ بْنُ كِدَامٍ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ الْفَقِيرُ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، سَمِعْتُهُ يَقُولُ: «يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ , وَسُورَةٍ وَفِي الْأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ» قَالَ: وَكُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ فَمَا فَوْقَ ذَلِكَ , أَوْ فَمَا أَكْثَرُ مِنْ ذَلِكَ
