শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৩৯
যুহর ও আসরের কিরাআত
১২৩৯। ইব্ন আবী দাউদ (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) যুহরের সালাতে سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى তিলাওয়াত করতেন।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন, তাঁরা উল্লিখিত হাদীসসমূহ ব্যতীত সংশ্লিষ্ট বিষয়ে খাব্বাব ইবন আরাত (রাযিঃ) থেকে বর্ণিত হাদীস দিয়েও প্রমাণ পেশ করেছেনঃ
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন, তাঁরা উল্লিখিত হাদীসসমূহ ব্যতীত সংশ্লিষ্ট বিষয়ে খাব্বাব ইবন আরাত (রাযিঃ) থেকে বর্ণিত হাদীস দিয়েও প্রমাণ পেশ করেছেনঃ
1239 - وَأَنَّ ابْنَ أَبِي دَاوُدَ , قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ , قَالَ: ثنا عَبَّادُ بْنُ الْعَوَّامِ , عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ , قَالَ: أَخْبَرَنِي أَبُو عُبَيْدَةَ وَهُوَ حُمَيْدٌ الطَّوِيلُ , عَنْ أَنَسٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ بِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى» قَالَ أَبُو جَعْفَرٍ: وَقَدِ احْتَجَّ قَوْمٌ فِي ذَلِكَ أَيْضًا , مَعَ مَا ذَكَرْنَا , بِمَا رُوِيَ عَنْ خَبَّابِ بْنِ الْأَرَتِّ
