শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৩৪
আন্তর্জাতিক নং: ১২৩৮
যুহর ও আসরের কিরাআত
১২৩৪-১২৩৮। ইবন আবী দাউদ (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সমস্ত সালাতে কিরাআত রয়েছে। সুতরাং যেখানে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে (কিরাআত জোরে) শুনিয়েছেন, আমরা তোমাদেরকে শুনাচ্ছি; আর যেখানে তিনি আমাদের উপর গোপন রেখেছেন (আস্তে পড়েছেন) আমরাও তোমাদের উপর গোপন রাখছি (আস্তে পড়ছি)।
মুহাম্মাদ ইবন ‘নো’মান সাকতী (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইউনুস ইবন আব্দিল আ'লা (রাহঃ) ….. আতা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছি। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
মুহাম্মাদ ইবন বাহর ইবন মাতার (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইবন নোমান (রাহঃ) আতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছি। তারপর তিনি অনুরূপ বর্ণনা করেছেন।
মুহাম্মাদ ইবন ‘নো’মান সাকতী (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইউনুস ইবন আব্দিল আ'লা (রাহঃ) ….. আতা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছি। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
মুহাম্মাদ ইবন বাহর ইবন মাতার (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইবন নোমান (রাহঃ) আতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছি। তারপর তিনি অনুরূপ বর্ণনা করেছেন।
1234 - وَأَنَّ ابْنَ أَبِي دَاوُدَ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا سَهْلُ بْنُ بَكَّارٍ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ رَقَبَةَ عَنْ عَطَاءٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «فِي كُلِّ الصَّلَاةِ قِرَاءَةٌ , فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَسْمَعْنَاكُمْ , وَمَا أَخْفَاهُ عَلَيْنَا , أَخْفَيْنَاهُ عَلَيْكُمْ» وَأَنَّ مُحَمَّدَ بْنَ النُّعْمَانِ السَّقَطِيَّ ,
1235 - قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ , عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ , عَنْ عَطَاءٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ وَأَنَّ يُونُسَ بْنَ عَبْدِ الْأَعْلَى
1236 - قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ , عَنْ عَطَاءٍ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ , فَذَكَرَ نَحْوَهُ وَأَنَّ مُحَمَّدَ بْنَ بَحْرِ بْنِ مَطَرٍ ,
1237 - قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ , قَالَ: أنا حَبِيبٌ الْمُعَلِّمُ , عَنْ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ وَأَنَّ مُحَمَّدَ بْنَ النُّعْمَانِ
1238 - قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا سُفْيَانُ عَنِ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
1235 - قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ , عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ , عَنْ عَطَاءٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ وَأَنَّ يُونُسَ بْنَ عَبْدِ الْأَعْلَى
1236 - قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ , عَنْ عَطَاءٍ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ , فَذَكَرَ نَحْوَهُ وَأَنَّ مُحَمَّدَ بْنَ بَحْرِ بْنِ مَطَرٍ ,
1237 - قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ , قَالَ: أنا حَبِيبٌ الْمُعَلِّمُ , عَنْ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ وَأَنَّ مُحَمَّدَ بْنَ النُّعْمَانِ
1238 - قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا سُفْيَانُ عَنِ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
