শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২১৬
নামাযের অধ্যায়
যুহর ও আসরের কিরাআত
১২১৬। আবু বিশর আব্দুল মালিক ইবন মারওয়ান রকী (রাহঃ) ….. ওয়ালীদ ইবন কায়স (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার সুওয়াইদ ইবন গাফালা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছি যে, যুহর এবং আসরের সালাতে কিরাআত পাঠ করা হয়? তিনি বললেন, না।
বস্তুত তাঁদেরকে বলা হবে যে, আমরা যা ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেছি তাতে আপনাদের স্বপক্ষে কোন দলীল নেই। কারণ, ইবন আব্বাস (রাযিঃ) থেকে এর পরিপন্থী হাদীস বর্ণিত আছে।
বস্তুত তাঁদেরকে বলা হবে যে, আমরা যা ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেছি তাতে আপনাদের স্বপক্ষে কোন দলীল নেই। কারণ, ইবন আব্বাস (রাযিঃ) থেকে এর পরিপন্থী হাদীস বর্ণিত আছে।
كتاب الصلاة
1216 - كَمَا حَدَّثَنَا أَبُو بِشْرٍ عَبْدُ الْمَلِكِ بْنِ مَرْوَانَ الرَّقِّيُّ قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ , عَنْ زُهَيْرِ بْنِ مُعَاوِيَةَ , عَنِ الْوَلِيدِ بْنِ قَيْسٍ قَالَ: سَأَلْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ أَيَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ؟ فَقَالَ: «لَا» فَقِيلَ لَهُمْ: مَا لَكُمْ فِيمَا رَوَيْنَا عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا حُجَّةٌ , وَذَلِكَ أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَدْ رُوِيَ عَنْهُ خِلَافُ ذَلِكَ