শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২১৫
যুহর ও আসরের কিরাআত
১২১৫। ইবন মারযূক (রাহঃ) …… ইকরামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইবন আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করা হল যে কিছু লোক যুহর ও আসরের সালাতে কিরাআত পাঠ করে। তিনি বললেন, আমার যদি তাদের উপর নিয়ন্ত্রণ থাকত তাহলে আমি তাদের জিহবা কেটে দিতাম। রাসূলুল্লাহ্ (ﷺ) কিরাআত পাঠ করেছেন। তাঁর কিরাআত পাঠে আমাদের জন্য কিরাআত পাঠ জরুরী হয়ে গিয়েছে এবং তাঁর চুপ থাকার ক্ষেত্রে আমাদের জন্য চুপ থাকা বাঞ্ছনীয় ।
একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন, যা আমরা রিওয়ায়াত করেছি এবং তাঁরা এর অনুসরণ করেছেন। তাঁরা বলেছেন, কেউ যুহর ও আসরের সালাতে কিরাআত পাঠ করবে তা আমরা মোটেও জায়িয মনে করি না। তারা এই বিষয়টি সুওয়াইদ ইব্ন গাফালা (রাহঃ) থেকেও বর্ণনা করেছেন।
একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন, যা আমরা রিওয়ায়াত করেছি এবং তাঁরা এর অনুসরণ করেছেন। তাঁরা বলেছেন, কেউ যুহর ও আসরের সালাতে কিরাআত পাঠ করবে তা আমরা মোটেও জায়িয মনে করি না। তারা এই বিষয়টি সুওয়াইদ ইব্ন গাফালা (রাহঃ) থেকেও বর্ণনা করেছেন।
1215 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، قَالَ: ثنا أَبِي قَالَ:، سَمِعْتُ أَبَا يَزِيدَ الْمَدَنِيَّ، يُحَدِّثُ عَنْ عِكَرْمَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ قِيلَ لَهُ إِنَّ نَاسًا يَقْرَءُونَ فِي الظُّهْرِ وَالْعَصْرِ فَقَالَ: «لَوْ كَانَ لِي عَلَيْهِمْ سَبِيلٌ , لَقَلَعْتُ أَلْسِنَتَهُمْ , إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ , فَكَانَتْ قِرَاءَتُهُ لَنَا قِرَاءَةً وَسُكُوتُهُ لَنَا سُكُوتًا» فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ الَّتِي رَوَيْنَاهَا , فَقَلَّدُوهَا , وَقَالُوا لَا نَرَى أَنْ يَقْرَأَ أَحَدٌ فِي الظُّهْرِ وَالْعَصْرِ أَلْبَتَّةَ. وَرَوَوْا ذَلِكَ أَيْضًا عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ
