শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২১৪
১৬-যুহর ও আসরের কিরাআত
১২১৪। রবী'উল মুয়াযযিন (রাহঃ) আব্দুল্লাহ ইবন উবায়দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমরা বনু হাশিমের কতিপয় যুবক ইব্‌ন আব্বাস (রাযিঃ)-এর নিকট বসা ছিলাম। জনৈক ব্যক্তি তাঁকে বলল, রাসূলুল্লাহ্ (ﷺ) কি যুহর ও আসরের সালাতে কিরাআত পড়তেন ? তিনি বললেন, না। বললেন, হতে পারে তিনি নীরবে পড়তেন। রাবী সাঈদ (রাহঃ)-এর হাদীসে রয়েছে, 'না' আর হাম্মাদ (র.)-এর হাদীসে রয়েছে, এটা পূর্বোক্ত (পড়া) থেকে খারাপ। তারপর বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আল্লাহ্ তা'আলার অনুগত বান্দা ছিলেন; তাঁকে হুকুম দিয়েছেন, আর তাঁকে যা হুকুম দেয়া হয়েছে, তা তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহর কসম, এ বিষয়ে তিনি আদিষ্ট ছিলেন না।
بَابُ الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ
1214 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ: ثنا سَعِيدٌ، وَحَمَّادٌ ابْنَا زَيْدٍ، عَنْ أَبِي جَهْضَمٍ مُوسَى بْنِ سَالِمٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمْ قَالَ: " كُنَّا جُلُوسًا فِي فِتْيَانٍ مِنْ بَنِي هَاشِمٍ إِلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فَقَالَ لَهُ رَجُلٌ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ؟ قَالَ: لَا. قَالَ: فَلَعَلَّهُ كَانَ يَقْرَأُ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ نَفْسِهِ فِي حَدِيثِ سَعِيدٍ , قَالَ: لَا , وَفِي حَدِيثِ حَمَّادٍ هِيَ شَرٌّ مِنَ الْأُولَى. ثُمَّ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدًا لِلَّهِ أَمَرَهُ اللهُ عَزَّ وَجَلَّ فَبَلَّغَ وَاللهِ مَا أُمِرَ بِهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২১৪ | মুসলিম বাংলা