শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২০৮
আন্তর্জাতিক নং: ১২০৯
নামাযের অধ্যায়
সালাতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া
১২০৮-১২০৯। সুলায়মান ইবন শু'আইব (রাহঃ) ...... ইকরামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বিসমিল্লাহ জোরে পড়ার ব্যাপারে ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, এটা (জোরে পড়া) বেদুঈনদের কাজ।

ফাহাদ (রাহঃ) ….. ইবন আব্বাস (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন, বস্তুত এটা ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত সেই রিওয়ায়াতের পরিপন্থী, যা আমরা এই অংশের পূর্বে প্রথম অংশে বর্ণনা করেছি।
كتاب الصلاة
1208 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: سَمِعْتُ عَاصِمًا، وَعَبْدَ الْمَلِكِ بْنِ أَبِي بَشِيرٍ، عَنْ عِكْرِمَةَ , عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا: فِي الْجَهْرِ بِ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] قَالَ: «ذَلِكَ فِعلُ الْأَعْرَابِ»

1209 - وَكَمَا حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ الْأَصْبَهَانِيِّ , قَالَ: أنا شَرِيكٌ , عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَشِيرٍ , عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ , مِثْلَهُ. قَالَ أَبُو جَعْفَرٍ: فَهَذَا خِلَافُ مَا رُوِّينَا عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , فِي الْفَصْلِ الَّذِي قَبْلَ هَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২০৮ | মুসলিম বাংলা