শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২০৭
সালাতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া
১২০৭। সুলায়মান ইবন শু'আইব কায়সানী (রাহঃ) ….. আবু ওয়াইল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমার ও আলী (রাযিঃ) উভয়ে বিসমিল্লাহির রহমানির রাহীম', 'আউযুবিল্লাহ' ও 'আমীন' জোরে বলতেন না।
1207 - كَمَا حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ الْكَيْسَانِيُّ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ , عَنْ أَبِي سَعِيدٍ , عَنْ أَبِي وَائِلٍ , قَالَ: كَانَ عُمَرُ وَعَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُمَا لَا يَجْهَرَانِ بِ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] وَلَا بِالتَّعَوُّذِ , وَلَا بِالتَّأْمِينِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২০৭ | মুসলিম বাংলা