শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২১০
আন্তর্জাতিক নং: ১২১১
সালাতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া
১২১০-১২১১। ইবরাহীম ইবন মুনকিয (রাহঃ) আব্দুর রহমান আ’রাজ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইমামগণকে (খুলাফায়ে রাশেদীন)-কে পেয়েছি; তাঁরা শুধুমাত্র “আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন”-এর মাধ্যমে কিরাআত শুরু করতেন।
ইবরাহীম ইবুন মুনকিয (রাহঃ) .... উরওয়া ইবন যুবাইর (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
ইবরাহীম ইবুন মুনকিয (রাহঃ) .... উরওয়া ইবন যুবাইর (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
1210 - وَكَمَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , عَنِ ابْنِ لَهِيعَةَ , أَنَّ سِنَانَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الصَّدَفِيَّ حَدَّثَهُ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ قَالَ: " أَدْرَكْتُ الْأَئِمَّةَ , وَمَا يَسْتَفْتِحُونَ الْقِرَاءَةَ إِلَّا بِ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]
1211 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , عَنِ ابْنِ لَهِيعَةَ , عَنْ أَبِي الْأَسْوَدِ , عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ مِثْلَهُ
1211 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , عَنِ ابْنِ لَهِيعَةَ , عَنْ أَبِي الْأَسْوَدِ , عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ مِثْلَهُ
