শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২১০
আন্তর্জাতিক নং: ১২১১
সালাতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া
১২১০-১২১১। ইবরাহীম ইবন মুনকিয (রাহঃ) আব্দুর রহমান আ’রাজ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইমামগণকে (খুলাফায়ে রাশেদীন)-কে পেয়েছি; তাঁরা শুধুমাত্র “আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন”-এর মাধ্যমে কিরাআত শুরু করতেন।

ইবরাহীম ইবুন মুনকিয (রাহঃ) .... উরওয়া ইবন যুবাইর (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
1210 - وَكَمَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , عَنِ ابْنِ لَهِيعَةَ , أَنَّ سِنَانَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الصَّدَفِيَّ حَدَّثَهُ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ قَالَ: " أَدْرَكْتُ الْأَئِمَّةَ , وَمَا يَسْتَفْتِحُونَ الْقِرَاءَةَ إِلَّا بِ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]

1211 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , عَنِ ابْنِ لَهِيعَةَ , عَنْ أَبِي الْأَسْوَدِ , عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২১০ | মুসলিম বাংলা