শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৯১
সালাতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া
১১৯১। আবু বাকরা (রাহঃ)..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন , وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي “আমিতো তোমাকে দিয়েছি সাত আয়াত, যা পুনঃ পুনঃ আবৃত্ত হয়” (সূরা : ১৫ আয়াত : ৮৭)-এর দ্বারা তিনি সূরা ফাতিহা উদ্দেশ্য নিয়েছেন। এরপর ইব্ন আব্বাস (রাযিঃ) 'বিসমিল্লাহির রহমানির রাহীম’ পড়ে বললেন, এটা হল সপ্তম আয়াত। বর্ণনাকারী বলেন, সাঈদ ইব্ন জুবাইর (রাযিঃ) আমার সম্মুখে অনুরূপ পড়েছেন যেরূপ তাঁর সম্মুখে ইবন আব্বাস (রাযিঃ) পড়েছেন।
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেন, আমরা সালাতে এটা জোরে পড়ার মত পোষণ করি না। এরপর তাঁদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। কেউ বলেছেন, তা আস্তে পড়বে। আবার কতেক বলেছেন, আস্তে- জোরে কোনভাবেই পড়বে না। তাঁরা এ বিষয়ে প্রথমোক্ত মত পোষণকারীদের বিরুদ্ধে নিম্নোক্ত দলীল পেশ করেছেন:
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেন, আমরা সালাতে এটা জোরে পড়ার মত পোষণ করি না। এরপর তাঁদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। কেউ বলেছেন, তা আস্তে পড়বে। আবার কতেক বলেছেন, আস্তে- জোরে কোনভাবেই পড়বে না। তাঁরা এ বিষয়ে প্রথমোক্ত মত পোষণকারীদের বিরুদ্ধে নিম্নোক্ত দলীল পেশ করেছেন:
1191 - وَاحْتَجُّوا فِي ذَلِكَ أَيْضًا بِمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو عَاصِمٍ قَالَ: أنا ابْنُ جُرَيْجٍ , عَنْ أَبِيهِ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ: " {وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي} [الحجر: 87] قَالَ: فَاتِحَةُ الْكِتَابِ , ثُمَّ قَرَأَ ابْنُ عَبَّاسٍ: {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] وَقَالَ: هِيَ الْآيَةُ السَّابِعَةُ " قَالَ: وَقَرَأَ عَلَى سَعِيدِ بْنِ جُبَيْرٍ , كَمَا قَرَأَ عَلَيْهِ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: لَا نَرَى الْجَهْرَ بِهَا فِي الصَّلَاةِ , وَاخْتَلَفُوا بَعْدَ ذَلِكَ. فَقَالَ بَعْضُهُمْ: يَقُولُهَا سِرًّا , وَقَالَ بَعْضُهُمْ: لَا يَقُولُهَا أَلْبَتَّةَ , لَا فِي السِّرِّ , وَلَا فِي الْعَلَانِيَةِ. وَاحْتَجُّوا عَلَى أَهْلِ الْمَقَالَةِ الْأُولَى فِي ذَلِكَ
