শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৯০
সালাতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া
১১৯০। ইবরাহীম ইবন মারযূক (রাযিঃ).....আযরাক ইবন কায়স (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার (আব্দুল্লাহ) ইবনে যুবাইর (রাযিঃ)-এর পেছনে সালাত আদায় করেছি। আমি তাকে শুনেছি, তিনি পড়তেন: বিসমিল্লাহির রহমানির রাহিম.....بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

বিসমিল্লাহির রহমানির রাহিম। তারা সংশ্লিষ্ট বিষয়ে নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন:
1190 - وَكَمَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو زَيْدٍ الْهَرَوِيُّ , قَالَ: ثنا شُعْبَةُ عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ قَالَ: " صَلَّيْتُ خَلْفَ ابْنِ الزُّبَيْرِ , فَسَمِعْتُهُ يَقْرَأُ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১১৯০ | মুসলিম বাংলা