শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪১
নামাযের অধ্যায়
আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, না বিলম্বে ?
১১৪১। ইব্ন আবী দাউদ (রাহঃ) ও ফাহাদ (রাহঃ)...... আবু আরওয়া (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি মদীনাতে নবী (ﷺ)-এর সঙ্গে আসরের সালাত আদায় করতাম। তারপর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে যুলহুলায়ফার গাছের নিকট চলে আসতাম। আর এটা দুই ‘ফারসাখ’ (ছয়মাইল) দূরে অবস্থিত।
এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি আসরের সালাতের পরে সূর্য অস্তমিত হওয়ার পূর্বে দুই 'ফারসাখ' দূরত্ব অতিক্রম করতেন। সম্ভবত ওই ভ্রমণ পদব্রজে হবে। আবার হতে পারে ওই ভ্রমণ উট বা অন্য কোন বাহনের মাধ্যমে ছিল। আমরা বিষয়টি নিতান্ত গভীরভাবে লক্ষ্য করেছি, এবং দেখছি :
এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি আসরের সালাতের পরে সূর্য অস্তমিত হওয়ার পূর্বে দুই 'ফারসাখ' দূরত্ব অতিক্রম করতেন। সম্ভবত ওই ভ্রমণ পদব্রজে হবে। আবার হতে পারে ওই ভ্রমণ উট বা অন্য কোন বাহনের মাধ্যমে ছিল। আমরা বিষয়টি নিতান্ত গভীরভাবে লক্ষ্য করেছি, এবং দেখছি :
كتاب الصلاة
1141 - فَمِنْ ذَلِكَ مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ وَفَهْدٌ , قَالَا: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ , قَالَ: ثنا وُهَيْبُ بْنُ خَالِدٍ , قَالَ: ثنا أَبُو وَاقِدٍ اللَّيْثِيُّ , قَالَ: ثنا أَبُو أَرْوَى قَالَ: «كُنْتُ أُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ بِالْمَدِينَةِ ثُمَّ آتِي الشَّجَرَةَ ذَا الْحُلَيْفَةِ , قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ , وَهِيَ عَلَى رَأْسِ فَرْسَخَيْنِ» فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّهُ كَانَ يَسِيرُ بَعْدَ الْعَصْرِ فَرْسَخَيْنِ , قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ. فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ذَلِكَ سَيْرًا عَلَىالْأَقْدَامِ , وَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ سَيْرًا عَلَى الْإِبِلِ وَالدَّوَابِّ. فَنَظَرْنَا فِي ذَلِكَ