শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৪২
আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, না বিলম্বে ?
১১৪২। মুহাম্মাদ ইব্‌ন ইসমাঈল ইব্‌ন সালিম আস-সায়িগ (রাহঃ)...... আবু আরওয়া (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী (ﷺ)-এর সঙ্গে আসরের সালাত আদায় করতাম। তারপর পদব্রজে যুলহুলায়ফা অভিমুখে যেতাম। সূর্য অস্তমিত হওয়ার পূর্বে আমি তাঁদের নিকট পৌঁছে যেতাম।

এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি সেখানে পদব্রজে যেতেন এবং তাঁর এ কথা বলা “সূর্য অস্তমিত হওয়ার পূর্বে” (পৌঁছে যেতেন), সম্ভবত সূর্য হলদে হয়ে যেত এবং তা খুব সামান্যই অবশিষ্ট থাকত। আবু মাসউদ (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে :
1142 - فَإِذَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سَالِمٍ الصَّائِغُ , قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا مُعَلَّى وَأَحْمَدُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ، قَالَا ثنا وُهَيْبٌ , عَنْ أَبِي وَاقِدٍ قَالَ: ثنا أَبُو أَرْوَى , قَالَ: «كُنْتُ أُصَلِّي الْعَصْرَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ثُمَّ أَمْشِي إِلَى ذِي الْحُلَيْفَةِ , فَآتِيهِمْ قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ» فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّهُ كَانَ يَأْتِيهَا مَاشِيًا. وَأَمَّا قَوْلُهُ «قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ» فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ذَلِكَ وَقَدِ اصْفَرَّتِ الشَّمْسُ , وَلَمْ يَبْقَ مِنْهَا إِلَّا أَقَلُّ الْقَلِيلِ. وَقَدْ رُوِيَ عَنْ أَبِي مَسْعُودٍ , نَحْوٌ مِنْ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১১৪২ | মুসলিম বাংলা