শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩৩
১২- আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, না বিলম্বে ?
১১৩৩। আলী ইবন মা'বাদ (রাযিঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) অপেক্ষা আসরের সালাত জলদি আদায়কারী কেউ ছিল না। আনসারের দুই ব্যক্তির ঘর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মসজিদ (মসজিদে নববী) থেকে দূরে ছিল। (এক) আবু লুবাবা ইব্ন আব্দিল মুনযির, যিনি বনু আমর ইবন আওফ গোত্রীয় ছিলেন এবং (দ্বিতীয়জন) আবু আবাস ইবন খায়র, যিনি ছিলেন বনু হারিসা গোত্রীয়। আবু লুবাবা (রাযিঃ)-এর বাড়ি ছিল 'কূবা' (পল্লীতে) এবং আবু আবাস (রাযিঃ)-এর বাড়ি ছিল বনু হারিসা গোত্রে। এঁরা দুইজন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে আসরের সালাত আদায় করে নিজ নিজ সম্প্রদায়ের নিকট আসতেন এবং তাঁদেরকে দেখতে পেতেন যে তাঁরা তখনও সালাত আদায় করেননি। (আর এটা এ জন্য হত যে,) রাসূলুল্লাহ্ (ﷺ) তা (আসর) জলদি পড়তেন।
بَابُ صَلَاةِ الْعَصْرِ هَلْ تُعَجَّلُ أَوْ تُؤَخَّرُ؟
1133 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قَالَ: ثنا أَبِي , عَنِ ابْنِ إِسْحَاقَ , عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ الْأَنْصَارِيِّ ثُمَّ الظَّفَرِيِّ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: «مَا كَانَ أَحَدٌ أَشَدَّ تَعْجِيلًا لِصَلَاةِ الْعَصْرِ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كَانَ أَبْعَدَ رَجُلَيْنِ مِنَ الْأَنْصَارِ دَارًا مِنْ مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَبُو لُبَابَةَ بْنُ عَبْدِ الْمُنْذِرِ أَخُو بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ وَأَبُو عَبْسِ بْنُ خَيْرٍ أَحَدُ بَنِي حَارِثَةَ دَارُ أَبِي لُبَابَةَ بِقُبَاءَ , وَدَارُ أَبِي عَبْسٍ فِي بَنِي حَارِثَةَ , ثُمَّ إِنْ كَانَ لَيُصَلِّيَانِ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ , ثُمَّ يَأْتِيَانِ قَوْمَهُمَا وَمَا صَلَّوْهَا لِتَبْكِيرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَا»
