শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩৪
 নামাযের অধ্যায়
আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, না বিলম্বে ?
১১৩৪। ইবন আবী দাউদ (রাযিঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,বলেছেন, তিনি বলেছেন, আমরা আসরের সালাত আদায় করতাম। তারপর কোন ব্যক্তি বনু আমর ইব্ন আওফের নিকট চলে যেত এবং তাদেরকে আসরের সালাত আদায়রত পেত।
كتاب الصلاة
1134 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالَ: أنا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كُنَّا نُصَلِّي الْعَصْرَ , ثُمَّ يَخْرُجُ الْإِنْسَانُ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ , فَيَجِدُهُمْ يُصَلُّونَ الْعَصْرَ»