শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯০
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৯০। ইউনুস (রাহঃ)..... ফারাফিসা ইবন উমায়র হানাফী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একমাত্র সূরা ইউসুফ উসমান ইবন আফ্ফান (রাযিঃ) থেকে শিখেছি। (কেননা) তিনি তা ফজরের সালাতে বার বার পাঠ করতেন।
এটাও প্রমাণ বহন করে যে, তিনি এ ব্যাপারে প্রথমোক্ত দুই মনীষী [আবু বাকর (রাযিঃ) ও উমার
(রাযিঃ)]-এর মতই আঁধারে সালাত আরম্ভ করতেন এবং ফর্সা অবস্থায় (সালাত শেষ করতেন)
আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ)ও ফর্সা করে সালাত শেষ করতেন।
1090 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ , عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَرَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّ الْفُرَافِصَةَ بْنَ عُمَيْرٍ الْحَنَفِيَّ، أَخْبَرَهُ قَالَ: مَا أَخَذْتُ سُورَةَ يُوسُفَ إِلَّا مِنْ قِرَاءَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ إِيَّاهَا فِي الصُّبْحِ , مِنْ كَثْرَةِ مَا كَانَ يُرَدِّدُهَا فَهَذَا يَدُلُّ أَيْضًا أَنَّهُ قَدْ كَانَ يَحْذُو فِيهَا حَذْوَ مَنْ كَانَ قَبْلَهُ , مِنَ الدُّخُولِ فِيهَا بِسَوَادٍ , وَالْخُرُوجِ مِنْهَا فِي حَالِ الْإِسْفَارِ. وَقَدْ كَانَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ يَنْصَرِفُ مِنْهَا مُسْفِرًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৯০ | মুসলিম বাংলা