শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯১
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৯১। ফাহাদ (রাহঃ)........হারিস ইবন সুওয়াইদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি 'তায়ম' গোত্রে তাঁর ইমামের সঙ্গে সালাত আদায় করতেন। তিনি তাদেরকে নিয়ে সূরা 'সাদ' পাঠ করতেন। তারপর তিনি আব্দুল্লাহ্ (রাযিঃ)-এর নিকট আসতেন এবং তাঁকে ফজরের সালাতে পেতেন।
1091 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: ثنا أَبِي، عَنِ الْأَعْمَشِ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ التَّيْمِيُّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، أَنَّهُ كَانَ يُصَلِّي مَعَ إِمَامِهِمْ فِي التَّيْمِ , فَيَقْرَأُ بِهِمْ سُورَةً مِنَ الْمِئِينَ , ثُمَّ يَأْتِي عَبْدَ اللهِ , فَيَجِدُهُ فِي صَلَاةِ الْفَجْرِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৯১ | মুসলিম বাংলা