শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮৪
আন্তর্জাতিক নং: ১০৮৫
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৮৪-১০৮৫। ইব্ন আবী দাউদ (রাহঃ)..... ইবরাহীম তায়মী (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি একবার উমার (রাযিঃ)-এর সঙ্গে ফজরের সালাত আদায় করেন।তিনি প্রথম রাক’আতে সূরা ইউসুফ এবং দ্বিতীয় রাক’আতে সূরা নাজম পাঠ করেন।তারপর সিজদা করেন।

ইব্ন মারযূক (রাহঃ)..... হুসাইন ইব্ন সাবরা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমাদেরকে নিয়ে উমার (রাযিঃ) সালাত আদায় করলেন।তারপর অনুরূপ উল্লেখ করেছেন।
ইমাম আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেন, যখন উমার (রাযিঃ) থেকে এই সমস্ত রিওয়ায়াত বর্ণিত আছে যা আমরা উল্লেখ করেছি, আর আব্দুল্লাহ ইব্ন আমের (রাহঃ)-এর হাদীসে ব্যক্ত হয়েছে যে, তাঁর ওই কিরাআত ছিল ধীরলয়ে কিরাআত।তাই আমাদের মতে (আল্লাহই ভাল জানেন) তিনি আঁধারে সালাত আরম্ভ করতেন এবং অত্যন্ত ফর্সা করে তা শেষ করতেন।আর তিনি তাঁর গভর্ণরদের নিকটও অনুরূপ লিখে পাঠাতেন।
1084 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ صَلَّى مَعَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ الْفَجْرَ فَقَرَأَ فِي الرَّكْعَةِ الْأُولَى بِيُوسُفَ , وَفِي الثَّانِيَةِ بِالنَّجْمِ , فَسَجَدَ

1085 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا أَبِي، قَالَ: سَمِعْتُ الْأَعْمَشَ، يُحَدِّثُ , عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ حُصَيْنِ بْنِ سَبْرَةَ، قَالَ: صَلَّى بِنَا عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ فَذَكَرَ مِثْلَهُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَلَمَّا رُوِيَ مَا ذَكَرْنَا عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فِي حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ عَامِرٍ أَنَّ قِرَاءَتَهُ تِلْكَ كَانَتْ قِرَاءَةً بَطِيئَةً لَمْ نَرَ وَاللهُ أَعْلَمُ أَنْ يَكُونَ دُخُولُهُ فِيهَا كَانَ إِلَّا بِغَلَسٍ , وَلَا خُرُوجُهُ كَانَ مِنْهَا إِلَّا وَقَدْ أَسْفَرَ إِسْفَارًا شَدِيدًا. وَكَذَلِكَ كَانَ يَكْتُبُ إِلَى عُمَّالِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৮৪ | মুসলিম বাংলা