শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮৬
আন্তর্জাতিক নং: ১০৮৭
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৮৬-১০৮৭। ইবন আবী দাউদ (রাহঃ)..... মুহাজির (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উমার ইব্‌ন খাত্তাব (রাযিঃ) আবু মুসা (রাযিঃ)-কে লিখলেন যে, ফজরের সালাত আঁধারে আদায় করবে এবং দীর্ঘ কিরাআত পাঠ করবে।

আলী ইব্‌ন শায়বা (রাহঃ)...... মুহাজির (রাহঃ) উমার (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ব্যাখ্যা
আপনি কি তাঁকে (রাযিঃ) দেখছেন না যে, তিনি তাঁদেরকে আঁধারে সালাত আরম্ভ করার এবং দীর্ঘ কিরাআত পাঠ করার নির্দেশ দিচ্ছেন। আমাদের মতে এর দ্বারা তাঁর উদ্দেশ্য হল যেন তাঁরা ফর্সা হওয়ার সময় পর্যন্ত পৌঁছে যান। অনুরূপভাবে উমার (রাযিঃ) ব্যতীত যাদের থেকে আমরা এ বিষয়ে কিছু রিওয়ায়াত করেছি তারাও এই অভিমত গ্রহণ করেছেন।
1086 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنِ الْمُهَاجِرِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ إِلَى أَبِي مُوسَى أَنْ صَلِّ الْفَجْرَ بِسَوَادٍ " أَوْ قَالَ: «بِغَلَسٍ وَأَطِلِ الْقِرَاءَةَ»

1087 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أنا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنِ الْمُهَاجِرِ، عَنْ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ أَفَلَا تَرَاهُ يَأْمُرُهُمْ أَنْ يَكُونَ دُخُولُهُمْ فِيهَا بِغَلَسٍ , وَأَنْ يُطِيلُوا الْقِرَاءَةَ فَكَذَلِكَ عِنْدَنَا , أَرَادَ مِنْهُ أَنْ يُدْرِكُوا الْإِسْفَارَ وَكَذَلِكَ كُلُّ مَنْ رَوَيْنَا عَنْهُ فِي هَذَا شَيْئًا سِوَى عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَدْ كَانَ ذَهَبَ إِلَى هَذَا الْمَذْهَبِ أَيْضًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৮৬ | মুসলিম বাংলা