শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮৩
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৮৩। রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ)..... আব্দুর রহমান ইব্ন আবী লায়লা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমাদেরকে নিয়ে উমার ইব্ন খাত্তাব (রাযিঃ) মক্কাতে ফজরের সালাত আদায় করলেন।তিনি প্রথম রাক’আতে সূরা ‘ইউসুফ’ পড়তে পড়তে এই আয়াতে পৌঁছলেনঃ (وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ) “শোকে তাঁর চহ্মুদ্বয় সাদা হয়ে গিয়েছিল এবং সে ছিল অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট” (সূরাঃ ১২ আয়াত ৮৪)।
তারপর রুকূ করলেন এরপর দাঁড়ালেন এবং দ্বিতীয় রাক’আতে সূরা ‘নাজম’ পাঠ করে সিজদা করলেন।তারপর দাঁড়িয়ে সূরা নাজম পাঠ করলেন এবং দাঁড়িয়ে সূরা যিলযাল পাঠ করলেন এবং এরূপ উঁচু আওয়াজে কিরাআত পাঠ করলেন যে, যদি উপত্যকায় কেউ থাকত তাহলে সেও তা শুনতে পেত।
1083 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: صَلَّى بِنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ بِمَكَّةَ صَلَاةَ الْفَجْرِ , فَقَرَأَ فِي الرَّكْعَةِ الْأُولَى بِيُوسُفَ , حَتَّى بَلَغَ { «وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ» } [يوسف: 84] ثُمَّ رَكَعَ , ثُمَّ قَامَ فَقَرَأَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ بِالنَّجْمِ فَسَجَدَ , ثُمَّ قَامَ فَقَرَأَ «إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا» وَرَفَعَ صَوْتَهُ بِالْقِرَاءَةِ حَتَّى لَوْ كَانَ فِي الْوَادِي أَحَدٌ لَأَسْمَعَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৮৩ | মুসলিম বাংলা