শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮২
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৮২। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ)..... আব্দুল্লাহ ইব্ন শাকীক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমাদেরকে নিয়ে আখনাফ ইব্ন কায়স (রাযিঃ) আকুল কূফা’ নামক স্থানে ফজরের সালাত আদায় করলেন।তিনি প্রথম রাক’আতে সূরা কাহ্ফ এবং দ্বিতীয় রাক’আতে সূরা ইউসূফ পাঠ করেন।তিনি বললেন, আমাদেরকে নিয়ে উমার (রাযিঃ) ফজরের সালাত আদায় করলেন এবং তিনিও তাতে উক্ত দুই সূরা পাঠ করেন।
1082 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: ثنا بُدَيْلُ بْنُ مَيْسَرَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ شَقِيقٍ، قَالَ: صَلَّى بِنَا الْأَحْنَفُ بْنُ قَيْسٍ صَلَاةَ الصُّبْحِ بِعَاقُولِ الْكُوفَةِ فَقَرَأَ فِي الرَّكْعَةِ الْأُولَى الْكَهْفَ , وَالثَّانِيَةِ بِسُورَةِ يُوسُفَ قَالَ: وَصَلَّى بِنَا عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ صَلَاةَ الصُّبْحِ , فَقَرَأَ بِهِمَا فِيهِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৮২ | মুসলিম বাংলা