শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৮
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৭৮। ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ)..... সায়িব ইব্ন ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি ফজরের সালাত উমার (রাযিঃ)-এর পিছনে আদায় করেছি।তিনি তাতে সূরা বাকারা পাঠ করেন।লোকেরা যখন সালাত থেকে ফিরলেন তখন তাঁরা সূর্য উদিত হয়েছে কিনা তা দেখতে লাগলেন।তাঁরা বললেন, সূর্য উদিত হয়ে গিয়েছে।তিনি বললেন, যদি উদিত হয়ে যেত তাহলে আমাদেরকে গাফিল পেতে না।
1078 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ عُمَرَ الصُّبْحَ , فَقَرَأَ فِيهَا بِالْبَقَرَةِ , فَلَمَّا انْصَرَفُوا اسْتَشْرَفُوا الشَّمْسَ فَقَالُوا «طَلَعَتْ» فَقَالَ: لَوْ طَلَعَتْ لَمْ تَجِدْنَا غَافِلِينَ "
