শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৯
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৭৯। ইব্ন মারযূক (রাহঃ)..... ইয়াযীদ ইব্ন ওয়াহব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার উমার (রাযিঃ) আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন।তিনি (তাতে) সূরা বানী ইসরাইল এবং সূরা কাহফ পাঠ করেন।অবশেষে আমি মসজিদের দেয়ালসমূহের দিকে তাকিয়ে দেখতে লাগলাম যে, সূর্য উঠে গেল নাকি!
1079 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ: صَلَّى بِنَا عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ صَلَاةَ الصُّبْحِ، فَقَرَأَ «بَنِي إِسْرَائِيلَ وَالْكَهْفَ» حَتَّى جَعَلْتُ أَنْظُرُ إِلَى جُدُرِ الْمَسْجِدِ طَلَعَتِ الشَّمْسُ
