শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৭
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৭৭। ইউনুস (রাহঃ)..... আব্দুল্লাহ ইব্ন আমের ইব্ন রবীআ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা একবার ফজরের সালাত উমার ইব্ন খাত্তাব (রাযিঃ)-এর পিছনে আদায় করেছি।তিনি তাতে সূরা ইউসূফ এবং সূরা হাজ্জ ধীর কিরাআতে পাঠ করেছেন।আমি বললাম, আল্লাহর কসম! তাহলে তো তিনি ফজর উদিত হওয়ার সাথে সাথে (সালাতের জন্য) দাঁড়িয়ে যেতেন।তিনি বললেন, হ্যাঁ।
1077 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، يَقُولُ صَلَّيْنَا وَرَاءَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ صَلَاةَ الصُّبْحِ , فَقَرَأَ فِيهَا بِسُورَةِ يُوسُفَ وَسُورَةِ الْحَجِّ , قِرَاءَةً بَطِيئَةً , فَقُلْتُ: وَاللهِ إِذًا لَقَدْ كَانَ يَقُومُ حِينَ يَطْلُعُ الْفَجْرُ , قَالَ: أَجَلْ
