শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৬
নামাযের অধ্যায়
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৭৬। ফাহাদ (রাহঃ)..... খারশা ইব্নুল হুর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমার ইব্ন খাত্তাব (রাযিঃ) ফজরের সালাত আঁধারে, আলোতে (ফর্সাতে) এবং এর মাঝামাঝিও আদায় করতেন।তিনি (তাতে) সূরাই ইউসুফ, সূরা ইউনুস, এবং মাসানী* ও মুফাস্সালের ছোট ছোট সূরা তিলাওয়াত করতেন।
বস্তুত তাঁর থেকে এমন সব মুতাওয়াতির হাদীস বর্ণিত আছে, যাতে বুঝা যাচ্ছে যে, তিনি ফর্সা অবস্থায় সালাত শেষ করে ফিরতেন।
বস্তুত তাঁর থেকে এমন সব মুতাওয়াতির হাদীস বর্ণিত আছে, যাতে বুঝা যাচ্ছে যে, তিনি ফর্সা অবস্থায় সালাত শেষ করে ফিরতেন।
كتاب الصلاة
1076 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا ابْنُ الْأَصْبَهَانِيِّ، قَالَ: أنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي حُصَيْنٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، قَالَ: كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ يُنَوِّرُ بِالْفَجْرِ وَيُغَلِّسُ وَيُصَلِّي فِيمَا بَيْنَ ذَلِكَ , وَيَقْرَأُ بِسُورَةِ يُوسُفَ وَيُونُسَ , وَقِصَارِ الْمَثَانِي وَالْمُفَصَّلِ وَقَدْ رُوِيَتْ عَنْهُ آثَارٌ مُتَوَاتِرَةٌ , تَدُلُّ عَلَى أَنَّهُ قَدْ كَانَ يَنْصَرِفُ مِنْ صَلَاتِهِ مُسْفِرًا