১০৭৬। ফাহাদ (রাহঃ)..... খারশা ইব্নুল হুর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমার ইব্ন খাত্তাব (রাযিঃ) ফজরের সালাত আঁধারে, আলোতে (ফর্সাতে) এবং এর মাঝামাঝিও আদায় করতেন।তিনি (তাতে) সূরাই ইউসুফ, সূরা ইউনুস, এবং মাসানী* ও মুফাস্সালের ছোট ছোট সূরা তিলাওয়াত করতেন। বস্তুত তাঁর থেকে এমন সব মুতাওয়াতির হাদীস বর্ণিত আছে, যাতে বুঝা যাচ্ছে যে, তিনি ফর্সা অবস্থায় সালাত শেষ করে ফিরতেন।