শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৫
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৭৫। ফাহাদ (রাহঃ)..... আব্দে খায়র (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনিবলেছেন, আলী (রাযিঃ) ফজরের সালাত কখনও আঁধারে, কখনও আলোতে (ফর্সাতে) আদায় করতেন।
সুতরাং তাঁর ফজরের সালাত আঁধারে আদায় করার মধ্যে এই সম্ভাবনাও রয়েছে যে, এর সাথে ফর্সার নাগাল পাওয়া যেত।উমার ইব্ন খাত্তাব (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছেঃ
সুতরাং তাঁর ফজরের সালাত আঁধারে আদায় করার মধ্যে এই সম্ভাবনাও রয়েছে যে, এর সাথে ফর্সার নাগাল পাওয়া যেত।উমার ইব্ন খাত্তাব (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছেঃ
1075 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا ابْنُ الْأَصْبَهَانِيِّ قَالَ: أنا سَيْفُ بْنُ هَارُونَ الْبُرْجُمِيُّ , عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَلْعٍ الْهَمْدَانِيِّ , عَنْ عَبْدِ خَيْرٍ قَالَ: كَانَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ يُنَوِّرُ بِالْفَجْرِ أَحْيَانًا , وَيُغَلِّسُ بِهَا أَحْيَانًا فَيُحْتَمَلُ تَغْلِيسُهُ بِهَا أَنْ يَكُونَ تَغْلِيسًا يُدْرِكُ بِهِ الْإِسْفَارَ. وَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلُ ذَلِكَ
