শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৪
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৭৪। আবু বাকরা (রাহঃ)..... আলী ইব্ন রবীআ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আলী (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ হে কাম্বার! ফর্সা কর, ফর্সা কর।
1074 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدٍ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا، رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: يَا قَنْبَرُ أَسْفِرْ أَسْفِرْ
