শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৩
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৭৩। আবু বিশর রকী (রাহঃ)..... দাউদ ইব্ন ইয়াযীদ আওদী (রাহঃ) তাঁর পিতা (ইয়াযীদ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আলী ইব্ন আবী তালিব (রাযিঃ) আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করতেন।আমরা সূর্যের দিকে তাকিয়ে দেখতাম এই আশঙ্কায় যে, এই বুঝি (সূর্য) উঠে পড়ল।
এই হাদীস থেকে জানা যাচ্ছে যে, তিনি সালাত থেকে ফর্সা হওয়া অবস্থায় অবসর হতেন।এটা সেই কথাই বুঝাচ্ছে, যা আমরা উল্লেখ করেছি।
তাঁর (রাযিঃ) থেকে এ বিষয়ে ফর্সা করে পড়ার নির্দেশও বর্ণিত আছেঃ
এই হাদীস থেকে জানা যাচ্ছে যে, তিনি সালাত থেকে ফর্সা হওয়া অবস্থায় অবসর হতেন।এটা সেই কথাই বুঝাচ্ছে, যা আমরা উল্লেখ করেছি।
তাঁর (রাযিঃ) থেকে এ বিষয়ে ফর্সা করে পড়ার নির্দেশও বর্ণিত আছেঃ
1073 - فَإِذَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ: عَنْ دَاوُدَ بْنِ يَزِيدَ الْأَوْدِيِّ عَنْ أَبِيهِ قَالَ: «كَانَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ يُصَلِّي بِنَا الْفَجْرَ , وَنَحْنُ نَتَرَاءَى الشَّمْسَ , مَخَافَةَ أَنْ تَكُونَ قَدْ طَلَعَتْ» فَهَذَا الْحَدِيثُ يُخْبِرُ عَنِ انْصِرَافِهِ أَنَّهُ كَانَ فِي حَالِ التَّنْوِيرِ , فَدَلَّ ذَلِكَ عَلَى مَا ذَكَرْنَا وَقَدْ رُوِيَ عَنْهُ أَيْضًا فِي ذَلِكَ الْأَمْرُ بِالْإِسْفَارِ
