শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৭২
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৭২। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ)..... হিব্বান ইব্ন হারিস (রাহঃ) থেকে বর্ণনা করেন, যে তিনি বলেছেন, একবার আমরা আলী ইব্ন আবী তালিব (রাযিঃ)-এর সঙ্গে সাহরী খেয়েছি।তিনি যখন সাহরী থেকে অবসর হলেন, তখন মুয়াযযিনকে নির্দেশ দিলেন, সে সালাতের জন্য ইকামত বলল।

ইমাম তাহাবীর ব্যাখ্যা
ইমাম আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেন, এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, আলী (রাযিঃ) ফজর উদিত হওয়ার সময় সালাত আরম্ভ করেছেন।এতে এ কথার স্বপহ্মে কোন দলীল নেই যে, তিনি সালাত থেকে কখন অবসর হয়েছেন আর কখন শেষ করেছেন।সম্ভবত তিনি তাতে দীর্ঘ কিরাআত পাঠ করেছেন (যার কারণে) আঁধার ও আলো উভয়টা পেয়েছেন।আর আমাদের মতে এটাই উত্তম (ব্যাখ্যা)।আমরা চাচ্ছি যে, এ ব্যাপারে তাঁর থেকে এরূপ কোন রিওয়ায়াত বর্ণিত আছে কিনা, যা এর স্বপহ্মে প্রমাণ বহন করে।
1072 - فَإِنَّ مُحَمَّدَ بْنَ خُزَيْمَةَ , حَدَّثَنَا قَالَ: ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ , قَالَ: ثنا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ مَنْصُورَ بْنَ الْمُعْتَمِرِ يُحَدِّثُ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ , عَنْ قُرَّةَ بْنِ حَيَّانَ بْنِ الْحَارِثِ , قَالَ: «تَسَحَّرْنَا مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ , فَلَمَّا فَرَغَ مِنَ السُّحُورِ , أَمَرَ الْمُؤَذِّنَ , فَأَقَامَ الصَّلَاةَ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَفِي هَذَا الْحَدِيثِ , أَنَّ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ دَخَلَ فِي الصَّلَاةِ عِنْدَ طُلُوعِ الْفَجْرِ , وَلَيْسَ فِي ذَلِكَ دَلِيلٌ عَلَى وَقْتِ خُرُوجِهِ مِنْهَا أَيُّ وَقْتٍ كَانَ. فَقَدْ يُحْتَمَلُ أَنْ يَكُونَ أَطَالَ فِيهَا الْقِرَاءَةَ فَأَدْرَكَ التَّغْلِيسَ وَالتَّنْوِيرَ جَمِيعًا , وَذَلِكَ عِنْدَنَا حَسَنٌ فَأَرَدْنَا أَنْ نَنْظُرَ هَلْ رُوِيَ عَنْهُ مَا يَدُلُّ عَلَى شَيْءٍ مِنْ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৭২ | মুসলিম বাংলা