শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৬৪
নামাযের অধ্যায়
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৬৪। ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ)..... আব্দুল্লাহ ইব্ন মুহাম্মাদ ইব্ন আকীল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি জাবির ইব্ন আব্দিল্লাহ (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) ফজরের সালাতকে তার নাম অনুযায়ী বিলম্ব করে আদায় করতেন (কেননা ‘ফজর অর্থ’ উষার উন্মেষ ঘটা, আলো উদ্ভাসিত হওয়া, তিনি ফর্সা করে সালাত আদায় করতেন)।
كتاب الصلاة
1064 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَخِّرُ الْفَجْرَ كَاسْمِهَا»