শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৬৩
নামাযের অধ্যায়
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৬৩। ইব্ন আবী দাউদ (রাহঃ)..... আবু তারিফ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার তায়েফের দুর্গ (অবরোধকালে) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে উপস্থিত ছিলেন।তিনি আমাদেরকে নিয়ে ফজরের সালাত সেই সময় আদায় করতেন, যদি কোন ব্যক্তি নিজের তীর নিহ্মেপ করত তাহলে সে তার পতনের স্থান দেখতে পেত।
كتاب الصلاة
1063 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا يَحْيَى بْنُ مَعِينٍ , قَالَ: ثنا بِشْرُ بْنُ السَّرِيِّ , قَالَ: ثنا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَمُرَةَ , قَالَ: حَدَّثَنِي أَبُو طَرِيفٍ «أَنَّهُ كَانَ شَاهِدًا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِصْنَ الطَّائِفِ , فَكَانَ يُصَلِّي بِنَا صَلَاةَ الْبَصِيرِ حَتَّى لَوْ أَنَّ إِنْسَانًا رَمَى بِنَبْلِهِ أَبْصَرَ مَوَاقِعَ نَبْلِهِ»