শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৫
আন্তর্জাতিক নং: ১০৩৭
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০৩৫-১০৩৭। আলী (রাযিঃ)..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার নবী (ﷺ) এক যুদ্ধে তাশরীফ নিয়ে গেছেন। তিনি যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার পূর্বেই আসরের সালাতের ওয়াক্ত চলে গিয়েছে এবং সন্ধ্যা হয়ে গেছে। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন।

ইব্ন আলী দাউদ (রাহঃ)..... হিলাল (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

মুহাম্মাদ ইব্ন আলী ইব্ন দাউদ বাগদাদী (রাহঃ)..... ইব্ন আব্বাস (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি খন্দকের যুদ্ধের দিন বলেছেন। তারপর অনুরূপ উল্লেখ করেছেন।

ইব্ন আব্বাস (রাযিঃ)-এর অভিমত
ইনি হলেন ইব্ন আব্বাস (রাযিঃ), যিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তা হল ‘সালাতুল আসর’। সুতরাং তাঁর থেকে এর পরিপন্থী অভিমত কিভাবে গ্রহণযোগ্য হতে পারে?
1035 - حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: ثنا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ هِلَالِ بْنِ خَبَّابٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا , أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا غَزْوًا , فَلَمْ يَرْجِعْ مِنْهُ حَتَّى مَسَا بِصَلَاةِ الْعَصْرِ عَنِ الْوَقْتِ الَّذِي كَانَ يُصَلِّي فِيهِ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ

1036 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا سَعْدَوَيْهِ، عَنْ عَبَّادٍ، عَنْ هِلَالٍ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ

1037 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ دَاوُدَ الْبَغْدَادِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، وَسَعِيدِ بْنِ جُبَيْرٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: يَوْمَ الْخَنْدَقِ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ فَهَذَا ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يُخْبِرُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا صَلَاةُ الْعَصْرِ , فَكَيْفَ يَجُوزُ أَنْ يُقْبَلَ عَنْهُ مِنْ رَأْيِهِ , وَيُخَالِفَ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৩৫ | মুসলিম বাংলা