শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৮
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০৩৮। ইব্ন আবী দাউদ (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার তিনি দামেশকে এসে আবু কালসাম দাওসী-এর পরিবারের নিকট উঠলেন। তারপর তিনি মসজিদে গিয়ে এর পশ্চিম (কোণে) অবস্থান নিলেন। লোকেরা ‘সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাত) সম্পর্কে আলোচনা করছিল এবং পরস্পরে তাতে মতভেদ করছিল। তিনি বললেন, এতে আমরা মতভেদ করেছি, যেমনিভাবে তোমরা মতভেদ করছ। একবার আমরা রাসূলুল্লাহ্(ﷺ)-এর ঘরের আঙ্গিনায় ছিলাম। আমাদের মাঝে এক নেককার ব্যক্তি আবু হাশিম ইব্ন উত্বা ইব্ন রবীআ ইব্ন আব্দ শামস ছিলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে এ সম্পর্কে অবহিত করছি। এরপর তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গেলেন। আর তিনি তাঁর সাথে সাহসী (সংকোচহীন) ছিলেন। অনুমতি চেয়ে ভিতরে গেলেন। তারপর বের হয়ে আমাদের নিকট এসে সংবাদ দিলেনঃ তা হল আসরের সালাত।
1038 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو مُسْهِرٍ، قَالَ: ثنا صَدَقَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنِي خَالِدُ بْنُ دِهْقَانَ، قَالَ: أَخْبَرَنِي خَالِدٌ سَبَلَانُ عَنْ كُهَيْلِ بْنِ حَرْمَلَةَ النَّمَرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ أَقْبَلَ حَتَّى نَزَلَ دِمَشْقَ عَلَى آلِ أَبِي كُلْثُمَ الدُّوسِيِّ , فَأَتَى الْمَسْجِدَ فَجَلَسَ فِي غَرْبِيَّةٍ , فَتَذَاكَرُوا الصَّلَاةَ الْوُسْطَى , فَاخْتَلَفُوا فِيهَا , فَقَالَ: اخْتَلَفْنَا فِيهَا , كَمَا اخْتَلَفْتُمْ , وَنَحْنُ بِفِنَاءِ بَيْتِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَفِينَا الرَّجُلُ الصَّالِحُ أَبُو هَاشِمِ بْنُ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ , فَقَالَ: أَنَا أَعْلَمُ لَكُمْ ذَلِكَ , فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ جَرِيًّا عَلَيْهِ , فَاسْتَأْذَنَ فَدَخَلَ , ثُمَّ خَرَجَ إِلَيْنَا , «فَأَخْبَرَنَا أَنَّهَا صَلَاةُ الْعَصْرِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৩৮ | মুসলিম বাংলা