শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৩০
আন্তর্জাতিক নং: ১০৩৪
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০৩০-১০৩৪। আলী ইব্ন মা’বাদ (রাহঃ)..... আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা আহযাব যুদ্ধে রত ছিলাম তখন তারা (মুশরিকরা) আমাদেরকে আসরের সালাত থেকে বিরত রাখে এবং সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হয়ে গেল। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, “হে আল্লাহ! হে আল্লাহ! যে সমস্ত লোকেরা (কাফিররা) আমাদেরকে ‘সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাত) থেকে বিরত রেখেছে তাদের অন্তরসমূহকে আগুন দিয়ে ভরে দাও, তাদের ঘরসমূহকে আগুন দিয়ে ভরে দাও এবং তাদের কবরসমূহকে আগুন দিয়ে ভরে দাও।” আলী (রাযিঃ) বলেন, (এর পূর্বে) আমরা ধারণা করতাম, তা হল ফজরের সালাত। ইনি হচ্ছেন আলী (রাযিঃ), যিনি বলেছেন, তাঁরা (সাহবীগণ) নবী(ﷺ)-এর বক্তব্য প্রদানের পূর্বে এটাকে ফজরের সালাত মনে করতেন। অবশেষে তাঁরা সেই দিন নবী (ﷺ)-কে এটা বলতে শুনেছেন, তখন তাঁরা জানতে পেরেছেন যে, তাহল আসরের সালাত।
ইব্ন মারযূক (রাহঃ)..... আলী (রাযিঃ) মূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি খন্দক যুদ্ধের দিন খন্দকের ফাঁকে বসেছিলেন। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি আলী (রাযিঃ)-এর এই উক্তির উল্লেখ করেননি যে, আমরা এটাকে ফজরের সালাত মনে করতাম।
আবু বিশর রকী‘ (রাযিঃ)..... যির ইব্ন হুবায়শ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উবায়দাকে বললাম, আমাদের জন্য আলী (রাযিঃ)-কে ‘সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাত) সম্পর্কে জিজ্ঞাসা করুন। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন। তিনি (পূর্বের) অনুরূপ উল্লেখ করেছেন এবং একটু বৃদ্ধি করেছেন যে, আমরা ওটাকে ফজরের সালাত মনে করতাম। অবশেষে আমি নবী (ﷺ)-কে এটা বলতে শুনেছি।
আলী (রাহঃ)..... আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি “আমরা ওটাকে ফজরের সালাত মনে করতাম”-আলী (রাযিঃ)-এর এই উক্তি উল্লেখ করেননি।
ইব্ন মারযূক (রাযিঃ)..... মুহাম্মাদ ইব্ন তালহা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইব্ন মারযূক (রাহঃ)..... আলী (রাযিঃ) মূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি খন্দক যুদ্ধের দিন খন্দকের ফাঁকে বসেছিলেন। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি আলী (রাযিঃ)-এর এই উক্তির উল্লেখ করেননি যে, আমরা এটাকে ফজরের সালাত মনে করতাম।
আবু বিশর রকী‘ (রাযিঃ)..... যির ইব্ন হুবায়শ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উবায়দাকে বললাম, আমাদের জন্য আলী (রাযিঃ)-কে ‘সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাত) সম্পর্কে জিজ্ঞাসা করুন। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন। তিনি (পূর্বের) অনুরূপ উল্লেখ করেছেন এবং একটু বৃদ্ধি করেছেন যে, আমরা ওটাকে ফজরের সালাত মনে করতাম। অবশেষে আমি নবী (ﷺ)-কে এটা বলতে শুনেছি।
আলী (রাহঃ)..... আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি “আমরা ওটাকে ফজরের সালাত মনে করতাম”-আলী (রাযিঃ)-এর এই উক্তি উল্লেখ করেননি।
ইব্ন মারযূক (রাযিঃ)..... মুহাম্মাদ ইব্ন তালহা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1030 - فَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ , قَالَ: ثنا زَائِدَةُ بْنُ قُدَامَةَ , قَالَ: سَمِعْتُ عَاصِمًا يُحَدِّثُ عَنْ زِرٍّ , عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَاتَلْنَا الْأَحْزَابَ فَشَغَلُونَا عَنْ صَلَاةِ الْعَصْرِ حَتَّى كَرَبَتِ الشَّمْسُ أَنْ تَغِيبَ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللهُمَّ امْلَأْ قُلُوبَ الَّذِينَ شَغَلُونَا عَنِ الصَّلَاةِ الْوُسْطَى نَارًا , وَامْلَأْ بُيُوتَهُمْ نَارًا , وَامْلَأْ قُبُورَهُمْ نَارًا» قَالَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ: كُنَّا نَرَى أَنَّهَا صَلَاةُ الْفَجْرِ فَهَذَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ قَدْ أَخْبَرَ أَنَّهُمْ كَانُوا يَرَوْنَهَا قَبْلَ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الصُّبْحَ , حَتَّى سَمِعُوا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ يَقُولُ هَذَا , فَعَلِمُوا بِذَلِكَ أَنَّهَا الْعَصْرُ
1031 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَعَدَ يَوْمَ الْخَنْدَقِ عَلَى فُرْضَةٍ مِنْ فُرَضِ الْخَنْدَقِ , ثُمَّ ذَكَرَ نَحْوَهُ إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرْ قَوْلَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ كُنَّا نَرَى أَنَّهَا الصُّبْحُ.
1032 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ قَالَ: ثنا الْفِرْيَابِيُّ , عَنْ سُفْيَانَ , عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ , عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ , قَالَ: قُلْتُ لِعُبَيْدَةَ: سَلْ لَنَا عَلِيًّا عَنِ الصَّلَاةِ الْوُسْطَى , فَسَأَلَهُ , فَذَكَرَ نَحْوَهُ وَزَادَ " كُنَّا نَرَى أَنَّهَا الْفَجْرُ , حَتَّى سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هَذَا
1033 - حَدَّثَنَا عَلِيٌّ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ زُبَيْدٍ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ قَوْلَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ: كُنَّا نَرَى أَنَّهَا الْفَجْرُ.
1034 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
1031 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَعَدَ يَوْمَ الْخَنْدَقِ عَلَى فُرْضَةٍ مِنْ فُرَضِ الْخَنْدَقِ , ثُمَّ ذَكَرَ نَحْوَهُ إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرْ قَوْلَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ كُنَّا نَرَى أَنَّهَا الصُّبْحُ.
1032 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ قَالَ: ثنا الْفِرْيَابِيُّ , عَنْ سُفْيَانَ , عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ , عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ , قَالَ: قُلْتُ لِعُبَيْدَةَ: سَلْ لَنَا عَلِيًّا عَنِ الصَّلَاةِ الْوُسْطَى , فَسَأَلَهُ , فَذَكَرَ نَحْوَهُ وَزَادَ " كُنَّا نَرَى أَنَّهَا الْفَجْرُ , حَتَّى سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هَذَا
1033 - حَدَّثَنَا عَلِيٌّ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ زُبَيْدٍ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ قَوْلَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ: كُنَّا نَرَى أَنَّهَا الْفَجْرُ.
1034 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
